যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কোপেনহেগেনের আমা পার্টি হলে ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
ডেনমার্ক আওয়ামী লীগের নেতা মোহাম্মদ শহীদের সভাপতিত্বে,মাহবুবুর রহমান ও সামী দাসের যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন,এম এ লিংকন মোল্লা,খোকন মজুমদার,সাব্বির আহম্মেদ,নাঈম উদ্দিন খান,হিল্লোল বড়ুয়া,মোছাদেকুর রহমান রাসেল,রেজাউল করিম রাজু,দিপা,আলিমুজাম্মান আকাশ,আশরাফুল ইসলাম জুয়েল,মোয়াজ্জেম হোসেন অপু প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন,মাহবুব আলম,জাহিদ চৌধুরী বাবু,জামাল আহমেদ,মানজুর আলম লিমন,ইফতেখার সমরাট,শামীম খালাশী,মোঃ মনিরুজ্জামান,এরশাদুল বারী,তোফায়েল আহমদ রাসেল,অমিত মজুমদার,সিয়াম উদ্দিন রানা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার প্রতি ও শহীদ পরিবারের প্রতি সমবেদনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি, জাতীয় চার নেতার প্রতি সম্মানপূর্বক এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বঙ্গবন্ধুর সৈনিকরা ঐক্যবদ্ধ। যেকোনো জাতীয় ইস্যুতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ।
অবৈধ দখলদার ইউনুস সরকার বাংলাদেশকে জঙ্গী ও রাজাকারের চেতনার রাষ্ট্র বানিয়ে ফেলেছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদী ইউনুস গং মানুষের বাকস্বাধীনতা হরণ করেছে,এই সরকার টিভি ও নিউজ মিডিয়াগুলোর কন্ঠরোধ করে রেখেছে।মানুষ হত্যা ও আগুন জ্বালিয়ে মানুষকে মেরে ফেলা হচ্ছে,এটা বাংলাদেশের নিত্যদিনের ঘটনা।একটি দল ও তাঁর মতাদর্শকে ইতিহাস থেকে মুছে ফেলতে চাই ইউনুস সরকার,গণহারে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেলে ভরা হচ্ছে।গত পাঁচ মাসে হত্যা করা হয়েছে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের। উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবে জননেত্রী শেখ হাসিনার নামে প্রোপাগান্ডা করা হচ্ছে।রাজাকারের ছানাগুলো দ্বারা পরিচালিত কোর্টে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার বিচার ও ফ্যাস্টিস কায়দায় প্রতিশোধের বিচার ব্যবস্থা করা হচ্ছে।
স্বাধীনতাবিরোধীরা ২০২৪ এর জুলাই আগস্টের ঘটনা দিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চাই।
বাংলাদেশে আজ নীলনকশার অংশ হিসেবে স্বাধীনতার চেতনার জায়গায় রাজকারদের বিশ্বাস ও চেতনা প্রতিস্থাপন করা হচ্ছে।
প্রশাসনের প্রতিটি জায়গায় আজ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা কারীদের বসানো হয়েছে,ইউনুস সরকার বাংলাদেশকে পাকিস্তানী চেহারায় দেখতে চাই। আলোচনা সভা থেকে অবিলম্বে অবৈধ ইউনুস সরকারের পদত্যাগ দাবী করেন ডেনমার্ক আওয়ামী লীগের নেতা-কর্মীরা ।
প্রিন্ট