ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

লালপুরে মসজিদের সাইনবোর্ডে “জয় বাংলা” প্রচারের ঘটনায় গ্রেফতার ১

রাশিদুল ইসলাম রাশেদঃ

মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে “জয় বাংলা আমার অহংকার, তায় (তাই) বাংলার দিকে যে তাকাবে, তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।” স্লোগান সংবলিত লিখা প্রচারের ঘটনায় নাটোরের লালপুরে ইমদাদুল হক লিটন (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা হতে পাঠানো হয়েছে। লিটন রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসাহকের ছেলে। এই ঘটনায় মসজিদের ঈমাম মাওলানা মানিক মুচলেকা দিয়ে ছাড়া পান।

 

জানা যায়, বুধবার (২ এপ্রিল) উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে মাগরিবের নামাজ পর সোয়া ৭টার দিকে জয় বাংলা সংবলিত লেখাগুলো দেখতে পান মুসল্লিরা। এর আগে সোমবার ঈদের দিন রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষে বিএনপির গুলিবিদ্ধ এককর্মীসহ পাঁচজন আহত হন। এর তিন দিনের মাথায় একই গ্রামের মসজিদে জয় বাংলা লেখা প্রচারের ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

 

মসজিদের মুসল্লি শিক্ষক আকরাম আলী জানান, দুই বছর আগে একজন ডিজিটাল ডিভাইসটি মসজিদে দান করেন। কেউ হয়তো এটি হ্যাক করে এ ধরনের লেখা প্রচার করেছে।

 

মসজিদের ইমাম মাওলানা মানিক বলেন, আমি ইলেকট্রিক ডিভাইস সম্পর্কে তেমন কিছু জানি না। বুধবার মাগরিবের নামাজ পর আমি ও মুসল্লিরা বিষয়টি দেখতে পেয়ে মসজিদের সভাপতিকে জানাই।

 

এ বিষয়ে মসজিদের সভাপতি বজলুর রহমান জানান, মসজিদের গেটে ডিজিটাল সাইনবোর্ডের মাধ্যমে আমরা ঈদের নামাজের সময়সূচী, ফিতরা ও ঈদ মোবারক প্রচার করি। কিন্তু গতকাল (২ এপ্রিল) কিভাবে “জয় বাংলা আমার অহংকার, তায় (তাই) বাংলার দিকে যে তাকাবে, তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” লিখা আসলো বুঝতে পারছি না। বিষয়টি দেখার পরই আমরা ডিজিটাল সাইনবোর্ডটি খুলে রেখেছি।

 

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ভুলন্ঠিত করার জন্য আওয়ামী লীগের দোসররা এ ধরনের কাজ করছে। তিনি দ্রুত আওয়ামী লীগের এ সকল ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি মোঃ নাজমুল হক বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় লিটন নামে একজনকে আটক করে আদালতের মাধ্যমে নাটোর জেলা হাজতে পাঠানো হয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

লালপুরে মসজিদের সাইনবোর্ডে “জয় বাংলা” প্রচারের ঘটনায় গ্রেফতার ১

আপডেট টাইম : ২০ ঘন্টা আগে
রাশিদুল ইসলাম রাশেদ,  লালপুর (নাটোর) প্রতিনিধি :

রাশিদুল ইসলাম রাশেদঃ

মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে “জয় বাংলা আমার অহংকার, তায় (তাই) বাংলার দিকে যে তাকাবে, তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।” স্লোগান সংবলিত লিখা প্রচারের ঘটনায় নাটোরের লালপুরে ইমদাদুল হক লিটন (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা হতে পাঠানো হয়েছে। লিটন রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসাহকের ছেলে। এই ঘটনায় মসজিদের ঈমাম মাওলানা মানিক মুচলেকা দিয়ে ছাড়া পান।

 

জানা যায়, বুধবার (২ এপ্রিল) উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে মাগরিবের নামাজ পর সোয়া ৭টার দিকে জয় বাংলা সংবলিত লেখাগুলো দেখতে পান মুসল্লিরা। এর আগে সোমবার ঈদের দিন রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষে বিএনপির গুলিবিদ্ধ এককর্মীসহ পাঁচজন আহত হন। এর তিন দিনের মাথায় একই গ্রামের মসজিদে জয় বাংলা লেখা প্রচারের ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

 

মসজিদের মুসল্লি শিক্ষক আকরাম আলী জানান, দুই বছর আগে একজন ডিজিটাল ডিভাইসটি মসজিদে দান করেন। কেউ হয়তো এটি হ্যাক করে এ ধরনের লেখা প্রচার করেছে।

 

মসজিদের ইমাম মাওলানা মানিক বলেন, আমি ইলেকট্রিক ডিভাইস সম্পর্কে তেমন কিছু জানি না। বুধবার মাগরিবের নামাজ পর আমি ও মুসল্লিরা বিষয়টি দেখতে পেয়ে মসজিদের সভাপতিকে জানাই।

 

এ বিষয়ে মসজিদের সভাপতি বজলুর রহমান জানান, মসজিদের গেটে ডিজিটাল সাইনবোর্ডের মাধ্যমে আমরা ঈদের নামাজের সময়সূচী, ফিতরা ও ঈদ মোবারক প্রচার করি। কিন্তু গতকাল (২ এপ্রিল) কিভাবে “জয় বাংলা আমার অহংকার, তায় (তাই) বাংলার দিকে যে তাকাবে, তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” লিখা আসলো বুঝতে পারছি না। বিষয়টি দেখার পরই আমরা ডিজিটাল সাইনবোর্ডটি খুলে রেখেছি।

 

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ভুলন্ঠিত করার জন্য আওয়ামী লীগের দোসররা এ ধরনের কাজ করছে। তিনি দ্রুত আওয়ামী লীগের এ সকল ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি মোঃ নাজমুল হক বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় লিটন নামে একজনকে আটক করে আদালতের মাধ্যমে নাটোর জেলা হাজতে পাঠানো হয়েছে।


প্রিন্ট