মুরাদ হোসেন:
মাগুরার মহম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত, বাড়ীঘর ভাংচুর, লুটপাট এবং বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুন) উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চরযশোবন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।
–
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় অহিদ (৩০), মাহাবুর রহমান (৩৫), কুদ্দুস মোল্লা ( ৪৫), পান্নু মিয়া (৪৮), শহিদ মোল্লা (৪০)কে ঢাকা মেডিকেল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
–
সুত্র জানায়, জমিতে কাজ করার জন্য কাজের লোক ঠিক করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ টি বাড়িঘর ভাংচুর, হাতবোমা নিক্ষেপসহ লুটপাট করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছেন মহম্মদপুর থানা পুলিশ।
–
সুত্র আরো জানায়, চর যশোবন্তপুর গ্রামে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুদ্দুস মোল্যা ও সাহেব মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে সাহেব মোল্যার দুই জন সমর্থককে কুদ্দুস মোল্যা কামলা নিয়েছিল। কিন্তু তারা কাজ করতে গেলে তাদেরকে কাজে নেবে না বলে জানিয়ে দেয়। বিষয়টি সাহেব মোল্যাকে জানালে কুদ্দুসকে ডেকে এনে পান্নুর বাড়িতে আটকিয়ে মারধর করে।
–
পরে কুদ্দুস মোল্যা বের হয়ে জালাল মোল্যা ছেলে দুলালের বাড়িতে আশ্রয় নেয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
–
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
–
মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি তবে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রিন্ট