আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে,জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহত পঙ্গুত্ববরণকারীদের আশু সুস্থতা কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
–
১জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় ফুলবাড়ী দারুস সূন্নাহ্ সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কক্ষে ফুলবাড়ী উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
–
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা ইউনিট সদস্য মোঃ সুলতানুল আলম,জেলা ইউনিট সদস্য ও ফুলবাড়ী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু,উপজেলা সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল ইসলাম,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিজানুর রহমান,উপজেলা যুব বিভাগ সভাপতি ইস্পাহানী সরকার,ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি তানভীর হোসাইন সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
–
অনুষ্ঠান শেষে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুসের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ ফ্রি ফেয়ার নির্বাচন চেয়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফেরাত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনা করে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
প্রিন্ট