ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঘুষে ফায়ার লাইসেন্স, ভুয়া বিলের কারসাজি Logo চরভদ্রাসনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওয়ালিদ হোসাইন গ্রেপ্তার Logo চরভদ্রাসনে ১৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo রূপগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও নগদ টাকা উদ্ধার Logo তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে জয়ী ওরা ১১জন মাগুরা Logo রংপুরে সিও বাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণঃ নিহত ১, বহু আহত Logo ফরিদপুরে ড্যাব এর চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo গোমস্তাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু Logo শহীদ সাগরের ১ম মৃত্যুবার্ষিকী আজঃ শোক আর শূণ্যতায় কাতর বাবা-মা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

তানোরে ফসলি জমি জবরদখল চেষ্টার অভিযোগ

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে নিরহ কৃষকের জমি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে।উপজেলার তালন্দ ইউনিয়নের(ইউপি) নারায়নপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।এঘটনায় মরিয়ম বেগম (৪০) বাদি হয়ে একই গ্রামের মৃত সোলেমান আলীর পুত্র নুরশাদ আলীসহ ৫ জনকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এঘটনায় বিবাদমান দুপক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

এদিকে মরিয়ম বেগমের লিখিত অভিযোগে বলা হয়েছে, উপরোক্ত ১ নং বিবাদী আমার আপন চাচাতো ভাই, ০২ ও ০৪ নং বিবাদী ফুফাতো ভাই, ০৩ ও ০৫ নং বিবাদী ফুপা।

নিম্ন তফসিল ভুক্ত জমি যাহার মৌজা নারায়নপুর, জেল নং ১৬০, দাগ নম্বর ১৭৪৯ ও ৩৯০, খতিয়ান নং ৮৭৭, ৮৭২, ৫৯, ৮৭৩ ও ৮৭৫, শ্রেণী-ধানী,পরিমাণ ১ একর ৬৬ শতাংশ।উক্ত জমি আমার মা সূত্রে প্রাপ্ত হয়ে আমার পূর্ব পুরুষ হতে আনুমানিক ৪০ বছর যাবৎ শান্তিপূর্ণ ভাবে দখল ভোগ করে আসছি, আরো ৬৬ শতাংশ জমি যা কোর্টের মাধ্যমে রায় পাওয়ার পরে ২ বছর যাবৎ দখল ভোগ করে আসছি এবং ৩৯০ দাগে ৯৫ শতাংশ সম্পতির উপর সিভিল মামলা চলমান রয়েছে, কিন্তু বিজ্ঞ আদালত হতে আমার পক্ষে রায় প্রদান করেন, আদালতের রায় মতে, যতদিন উক্ত মামলা চলমান থাকিবে ততদিন আমি উক্ত সম্পত্তি ভোগ দখল করিবো।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন জনৈক এরশাদ আলী নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে তার মদদে গত ২৯ জুন ভোরে বিবাদীগণ যোগসাজসে লাঠি, সোঠা, লোহার রড, হাসুয়া, বল্লম ও বাঁশের লাঠি হাতে নিম্ন তফশীল বর্ণিত জমিতে এসে ধানের চারা রোপনের চেষ্টা করে। উক্ত সময়ে মশিউর ও মতিউর বিবাদীগণকে বাধা প্রদান করিতে গেলে, বিবাদীগণ তাদের লোহার রড, হাসুয়া ও বল্লম হাতে ধাওয়া করে এবং বিভিন্ন রকমের ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণ নাশের হুমকি দিয়ে বলে তোরা যদি নিম্ন তফশীল বর্ণিত জমিতে আসিস তাহলে তোদের প্রাণে মেরে ফেলবো। প্রাণের ভয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।।

ভুক্তভোগীদের অভিযোগ এরশাদ আলীর মদদে বিবাদীগণ তাদের দখলীয় জমি জবরদখলের চেষ্টা করছে। এবিষয়ে জানতে চাইলে এরশাদ আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের জমি তিনি বর্গাচাষ করছেন।তিনি কারো জমি জবরদখল করেননি।এবিষয়ে জানতে চাইলে নুরশাদ আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব জমি তারা অনেক আগেই বিক্রি করে আবার দখলে নিতে চাইছে। এবিষয়ে তানোর থানার ডিউটি অফিসার বলেন,অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

 


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষে ফায়ার লাইসেন্স, ভুয়া বিলের কারসাজি

error: Content is protected !!

তানোরে ফসলি জমি জবরদখল চেষ্টার অভিযোগ

আপডেট টাইম : ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে নিরহ কৃষকের জমি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে।উপজেলার তালন্দ ইউনিয়নের(ইউপি) নারায়নপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।এঘটনায় মরিয়ম বেগম (৪০) বাদি হয়ে একই গ্রামের মৃত সোলেমান আলীর পুত্র নুরশাদ আলীসহ ৫ জনকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এঘটনায় বিবাদমান দুপক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

এদিকে মরিয়ম বেগমের লিখিত অভিযোগে বলা হয়েছে, উপরোক্ত ১ নং বিবাদী আমার আপন চাচাতো ভাই, ০২ ও ০৪ নং বিবাদী ফুফাতো ভাই, ০৩ ও ০৫ নং বিবাদী ফুপা।

নিম্ন তফসিল ভুক্ত জমি যাহার মৌজা নারায়নপুর, জেল নং ১৬০, দাগ নম্বর ১৭৪৯ ও ৩৯০, খতিয়ান নং ৮৭৭, ৮৭২, ৫৯, ৮৭৩ ও ৮৭৫, শ্রেণী-ধানী,পরিমাণ ১ একর ৬৬ শতাংশ।উক্ত জমি আমার মা সূত্রে প্রাপ্ত হয়ে আমার পূর্ব পুরুষ হতে আনুমানিক ৪০ বছর যাবৎ শান্তিপূর্ণ ভাবে দখল ভোগ করে আসছি, আরো ৬৬ শতাংশ জমি যা কোর্টের মাধ্যমে রায় পাওয়ার পরে ২ বছর যাবৎ দখল ভোগ করে আসছি এবং ৩৯০ দাগে ৯৫ শতাংশ সম্পতির উপর সিভিল মামলা চলমান রয়েছে, কিন্তু বিজ্ঞ আদালত হতে আমার পক্ষে রায় প্রদান করেন, আদালতের রায় মতে, যতদিন উক্ত মামলা চলমান থাকিবে ততদিন আমি উক্ত সম্পত্তি ভোগ দখল করিবো।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন জনৈক এরশাদ আলী নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে তার মদদে গত ২৯ জুন ভোরে বিবাদীগণ যোগসাজসে লাঠি, সোঠা, লোহার রড, হাসুয়া, বল্লম ও বাঁশের লাঠি হাতে নিম্ন তফশীল বর্ণিত জমিতে এসে ধানের চারা রোপনের চেষ্টা করে। উক্ত সময়ে মশিউর ও মতিউর বিবাদীগণকে বাধা প্রদান করিতে গেলে, বিবাদীগণ তাদের লোহার রড, হাসুয়া ও বল্লম হাতে ধাওয়া করে এবং বিভিন্ন রকমের ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণ নাশের হুমকি দিয়ে বলে তোরা যদি নিম্ন তফশীল বর্ণিত জমিতে আসিস তাহলে তোদের প্রাণে মেরে ফেলবো। প্রাণের ভয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।।

ভুক্তভোগীদের অভিযোগ এরশাদ আলীর মদদে বিবাদীগণ তাদের দখলীয় জমি জবরদখলের চেষ্টা করছে। এবিষয়ে জানতে চাইলে এরশাদ আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের জমি তিনি বর্গাচাষ করছেন।তিনি কারো জমি জবরদখল করেননি।এবিষয়ে জানতে চাইলে নুরশাদ আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব জমি তারা অনেক আগেই বিক্রি করে আবার দখলে নিতে চাইছে। এবিষয়ে তানোর থানার ডিউটি অফিসার বলেন,অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

 


প্রিন্ট