হানিফ উদ্দিন সাকিবঃ
আওয়ামী লীগ আমাদের শত্রু, সুযোগ পেলে তারা আমাদেরকে ছাড়বেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও নোয়াখালী-৬ হাতিয়া আসনে জামায়াতের মনোনিত প্রার্থী এ্যাড. শাহ মাহফুজুল হক।
.
বুধবার (২ এপ্রিল) সন্ধায় চরকৈলাশ হাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা ও পৌরসভা শাখার এক ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
.
এ্যাড. শাহ মাহফুজুল হক বলেন, ২৮ আক্টোবর থেকে শুরু করে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পল্টন থেকে শুরু করে শাহাদাতের মুখোমুখি হয়ে জীবনে ৫ বার কালেমা পড়েছি। সাথের অনেক ভাইকে আল্লাহ কবুল করেছেন, হয়তো আমাকে কবুল করে নাই। সামনে আরো বেশী চ্যালেঞ্জ অপেক্ষমান। আওয়ামী লীগ আমাদের জন্য শত্রু, তারা সুযোগ পেলে আমাদেরকে ছাড়বেনা। আধিপত্যবাদীরা বসে আছে, বিএনপি আজকে আমাদেরকে মাইনাস করার জন্য চেষ্টা করতেছে । কিন্তু আজকে আপনি আমি যারা জীবনের বিনিময়ে রক্ত দিয়ে আজকের এ পর্যায়ে এসেছি। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করবো না।
.
তিনি আরো বলেন, যে আন্দোলনের জন্য আনেক অনেকে ফাঁসির দড়িতে ঝুলেছেন, যে আন্দোলনের জন্য বিনা অপরাধে দেলোয়ার হোসেন সাঈদী ১৩টি বছর কারাগারে কাটিয়েছেন, যে আন্দোলনের জন্য মীর কাশেম আলী হাসি মুখে জীবন দিয়েছেন, যে আন্দোলনের জন্য শত শত ভাই শাহাদাতবরণ করেছেন। সে আন্দোলন নিয়ে কারো ছিনিমিনি খেলার সুযোগ নেই। এ আন্দোলন ফাঁসির রশির উপর দাড়িয়ে আছে, এ আন্দোলন শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। এ আন্দোলন যেন আমার আপনার দারা কোন ক্ষতি না হয়। সকলকে সংগঠনের সিদ্ধান্ত মেনে কাজ করার আহবান জানান তিনি।
.
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলার আমির বোরহানুল ইসলামের সভাপতিত্বে ও পৌরসভা আমির মুহা: তাওফীকুল ইসলামের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন, জেলা কর্ম পরিষদের সদস্য এ্যাড জহিরুল হক, নায়েবে আমির মাও: এ.ইউ.এম ইদ্রিস, উপজেলা সেক্রেটারী মাও: নূর উদ্দিন মেশকাত সহ জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রিন্ট