কাজী নূরঃ
যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবা- মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে নিহতের স্ত্রী ও আরেক মেয়েসহ ৩ জন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে যশোর শহরতলীর পুলেরহাট বাজারে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
.
নিহতরা হলেন, খুলনার মুজগুন্নী এলাকার রুবেল হোসেন (৩২) ও তার মেয়ে ঐশী (১০)। আহত হয়েছেন নিহত রুবেলের স্ত্রী জেসমিন খাতুন (২৮) ও ছোট মেয়ে তায়েবা (৪) এবং পথচারী যশোর সদরের কৃষ্ণবাটি গ্রামের ওসমান আলী (১৯)।
.
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসনাত জানান, রুবেল হোসেন তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি শার্শার বহিলাপোতা গ্রাম থেকে খুলনার মজগুন্নীতে ফিরছিলেন। পুলেরহাট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি লোকাল বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় রুবেল ও তার মেয়ে ঐশী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
.
দুর্ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা সেটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.
নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, এ দুর্ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি জব্দ করা হয়েছে।
প্রিন্ট