ফরিদপুরের অম্বিকা ময়দানে চলছে বিজয় মেলা। মেলার শেষ দিন, বুধবার, মেলা উপলক্ষে মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে মেলায় অন্যতম আকর্ষণ হয়ে ওঠে ব্যান্ড সংগীতের আয়োজন, যা উপস্থাপন করে ব্যান্ড দল ‘নিঃসঙ্গ’। তাদের পরিবেশিত একের পর এক রক গান দর্শকরা চমৎকারভাবে গ্রহণ করেন।
ব্যান্ড দলটি অনুষ্ঠান শুরু করে ‘তীর হারা’ এবং ‘এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে’ গান দিয়ে। এরপর তারা পরিবেশন করে আরও কয়েকটি রক গান। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে দর্শকরা করতালি দিয়ে ব্যান্ড দলটিকে উৎসাহিত করেন এবং তাদের চমৎকার ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়।
ব্যান্ড দলের সদস্যরা জানান, তারা দর্শকদের আনন্দ ও বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ব্যান্ডের ভোকাল সাকিব বলেন, “এখানে অনুষ্ঠান করতে পেরে আমরা শতভাগ সফল অনুভব করছি।” অন্যান্য সদস্যরা হলেন ব্রত, দিগন্ত, জেসন ও তাসিন। তারা আশা করেন, ভবিষ্যতেও এমন অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ চট্টগ্রামের পটিয়ায় কিশোর গ্যাংয়ের হাতে গৃহবধূ খুন
মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ও অন্যান্য দর্শকরা অনুষ্ঠান উপভোগ করেন। মেলা শেষে জানা যায়, ব্যান্ড দল ‘এফএম’ ফরিদপুর তাদের পরিবেশনাও করবে। অনুষ্ঠানটি তখনও চলছিল, এবং দর্শকদের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ ছিল।
প্রিন্ট