মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড, আতাদী মধ্যপাড়া বায়তুন নুর জামে মসজিদ মাদ্রাসা ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাত ৭টায় মাওলানা মোহাম্মদ ইসরাফিলের সঞ্চালনায় এবং মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ এর সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান মেহমান বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আমজাদ হোসাইন, বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার মাওলানা মিজানুর রহমান ফরিদী, এবং প্রতিষ্ঠাতা মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসা, ভাঙ্গা উপজেলার হাফেজ ক্বারী মাহবুবুর রহমান।
ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আতাদী এলাকার প্রায় পাঁচ শতাধিক আলেম-ওলামা সহ সাধারণ জনগণ প্রধান অতিথির হাতে ফুল দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, নুর ইসলাম মাতুব্বর, মাস্টার হাবিবুর রহমান, ইমারত হোসেন, আমজাদ হোসেন, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা ফজলুল হক, হাফেজ ওয়ালী উল্লাহ, মাওলানা আমজাদ খান, এবং ভাঙ্গা উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ বোয়ালমারীতে মিফতাহুল জান্নাহ্ মহিলা মাদরাসার উদ্বোধন অনুষ্ঠিত
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমি আজ আপনাদের সাথে পরিচিত হতে এসেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হকের মনোনীত রিক্সা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছি। আপনারা আমাকে দোয়া করবেন, যাতে আমি আপনাদের ভোটের মূল্যায়ন সঠিকভাবে পালন করতে পারি এবং আল্লাহ আমাকে তৌফিক দেন। আমি কারো সমালোচনা করবো না, আমি শুধু আপনাদের কাছে রিক্সা মার্কায় ভোট চাই। আবার আপনাদের সাথে দেখা হবে, আপনারা সুস্থ ও নিরাপদ থাকবেন।”
প্রিন্ট