কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি
যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন থেকে গত দুই দিনে বাংলাদেশি ৬৩ যাত্রীকে ফেরত পাঠানো হয়েছে। ‘সন্দেহজনক’ যাত্রী হিসেবে তাঁদের ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
আজ রোববার সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ৯ জন বেনাপোল ইমিগ্রেশনে যান। সন্দেহ হওয়ায় পুলিশ তাঁদের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠায়। একইভাবে গতকাল শনিবার ৫৪ জনকেও ফেরত পাঠানো হয়।
ফেরত পাঠানো যাত্রীরা স্থানীয় সাংবাদিকদের জানান, তাঁরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) অনুসারী। পূজা-অর্চনার জন্য তাঁরা ভারতে যাচ্ছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই ইমিগ্রেশন থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।
তবে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে কথা বলতে যশোরের চাঁচড়া ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রহ্মচারীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।
জানতে চাইলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, সন্দেহজনক যাত্রী হিসেবে গত দুই দিনে ৬৩ জনের ইমিগ্রেশন করা হয়নি। তাঁদের বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি।
প্রিন্ট