প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলায় আবারও কিশোর গ্যাং মাথা ছাড়া দিয়ে উঠেছে । ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে বিরোধের জেরে উপজেলার জঙ্গলখাইনে এবার কিশোর গ্যাংয়ের হাতে খুন হলেন শিউলি বেগম (৪২) নামে এক গৃহবধূ । নিহত শিউলি বেগম উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সিরাজ গাজী বাড়ির মোঃ মুসার স্ত্রী । ঘটনার পর থেকে খুনি কিশোর গ্যাংয়ের লিডার মোঃ আলভী (১৮) পলাতক রয়েছে ।
এ বিষয়ে নিহতের ছেলে মোঃ হামিম বলেন , গতকাল তার ছোট ভাই শামীম প্রতিবেশী আলভী সহ আরো কয়েকজনের সঙ্গে পার্শ্ববর্তী মাঠে ব্যাডমিন্টন খেলতে যায় । খেলায় বাক বিতণ্ডার জেরে আলভী আমার ভাই শামীমকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় । অত:পর সে আমাদের বাড়িতে এসে আমার মাকে এ ব্যাপারে কোন উচ্চবাচ্য না করার জন্য শাসায় ।আমার মা তাকে চলে যেতে বলে কিন্তু সে না গিয়ে হুমকি-ধমকি প্রদর্শন করতে থাকে । একপর্যায়ে সে এবং তার পরিবারের সদস্যরা আমাদের বাড়িতে হামলা করে । এই সময় আলভী তার হাতে থাকা ছুড়ি দিয়ে আমার মাকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন ।
নিহতের স্বামী মোঃ মুসা বলেন , ঘটনার পর আমরা প্রতিবেশী সহ সবাই মিলে শিউলি কে দ্রুত হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । বলেন অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তার মৃত্যু হয়েছে । এদিকে এই ঘটনার পর পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে । আলভী ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে ।
পটিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহিদ মুহাম্মদ নাজমুন নূর বলেন , পটিয়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল তৈরি করে লাশটা ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । নিহতের পরিবার লিখিত অভিযোগ দেওয়ার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
প্রিন্ট