মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর চিনিকলের ২০২৪-২০২৫ অর্থবছরের আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় চিনিকলের কেন ক্যারিয়ার প্রাঙ্গণে ডোঙায় আখ নিক্ষেপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মৌসুমের উদ্বোধন করেন অতিথিরা।
এর আগে, চিনিকলের কেন ক্যারিয়ার প্রাঙ্গণে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক, পরিকল্পনা ও উন্নয়ন) আজাহারুল ইসলাম।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া ও আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান।
সভা শেষে ১৪ জন আখচাষিকে পুরস্কৃত করা হয় এবং তাদের সনদপত্র প্রদান করা হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
চিনিকলের কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ রোপণ মৌসুমে ৪,২৫২ একর জমিতে আখ আবাদ করা হয়েছে এবং ৮০,০০০ মেট্রিক টন আখ প্রাপ্তির আশা রয়েছে। চলতি মাড়াই মৌসুমের লক্ষ্যমাত্রা ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে এবং চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৫,০০০ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। চিনি রিকভারির হার ৬.৫% নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুনঃ রাজশাহীতে পুকুর ইজারায় পুকুর চুরি
ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ বলেন, “এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে এই চিনিকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মিলটি টিকিয়ে রাখতে আখের আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। আশা করছি আগামী বছর চিনির উৎপাদন আরও বাড়বে। এছাড়া মিলটিকে আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
প্রিন্ট