নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ২ নম্বর সেক্টর বউরারটেক এলাকার ৪ নম্বর ব্রিজের নিচে থেকে পুলিশ একটি অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে। আজ ১৭ ডিসেম্বর, মঙ্গলবার সকালে লেকের পানি থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মোঃ মেহেদী ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা সকাল সাড়ে ৭টার দিকে লেকের পানিতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে, তরুণীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ তানোরে আদালতের আদেশ লঙ্ঘন করে বাড়ি নির্মাণ
পুলিশ কর্মকর্তা আরও জানান, লাশটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি পরিচয় শনাক্তের জন্য নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
প্রিন্ট