রাজশাহীর তানোরে আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে পূজামণ্ডপ চত্ত্বরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে। কামারগাঁ ইউনিয়নের নেজামপুর গ্রামের পূজামণ্ডপে গত ১২ অক্টোবর রাতের এই ঘটনায় স্থানীয় ভক্ত-অনুরাগীরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলায় মদ্যপ অবস্থায় আওয়ামী লীগ নেতা মাসুদ করিম ও কৃষক লীগের সম্পাদক শামসুল সরদার অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, যা ভক্তদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। তবে স্থানীয় প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পাননি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভক্ত বলেন, “তারা আওয়ামী লীগের লোক, তাই মন্দির কমিটি বিষয়টি ধামাচাপা দিয়েছে।”
এদিকে, ১৩ অক্টোবর সকালে মন্দির কমিটির সদস্য সঞ্জয় কুমার স্থানীয় বিএনপি নেতাদের কাছে ঘটনাটি তুলে ধরে বিচার চান। বিএনপি নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। সঞ্জয় কুমার জানান, “এটি গ্রামের বিষয়, তাই তারা কোনো অভিযোগ করেননি।”
এ বিষয়ে বিএনপি নেতা তমিজ উদ্দিন ও আব্দুর রউফ বলেন, “সঞ্জয় কুমার তাদের কাছে এই ঘটনা বর্ণনা করেছেন এবং তারা আইনানুগ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।” অপরদিকে, মাসুদ করিম ও শামসুল সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, “এমন ঘটনা ঘটে নাই।”
প্রিন্ট