কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি
প্রাচ্য আকাদেমি (স্কুল অফ ফাইন আর্টস অ্যান্ড কালচার ) যশোর’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায়। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বহুমাত্রিক জ্ঞানচর্চা কেন্দ্র ‘প্রাচ্যসংঘ’ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার অনুষ্ঠানে চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘প্রাচ্যসংঘ’র প্রতিষ্ঠাতা, প্রখ্যাত লেখক, কবি, গবেষক, আলোচক ও সাংবাদিক বেনজীন খান। সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাচীন শহর যশোরে প্রতিষ্ঠিত ‘প্রাচ্য আকাদেমি’ একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে দেশের সংগীত গুরুরা ছাড়াও বিদেশ থেকে আগত ওস্তাদ ও পণ্ডিতগণ প্রশিক্ষণ নিচ্ছেন। যশোরের শিক্ষানবিশ ছাত্র ছাত্রীদের জন্য এ এক পরম সুযোগ। এছাড়া প্রাচ্য আকাদেমিতে কন্ঠ সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, নাটক, আবৃত্তি ও শরীর চর্চা শিক্ষার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, বিগত ১৬ বছর আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে কোনঠাসা করে রাখা হয়েছিল। সম্মিলিত সাংস্কৃতিক জোটের নামে যারা ভারতের সেবাদাস ছিল তারা বাংলাদেশের মূল সংস্কৃতি অংগনকে নষ্ট করেছে। অচিরেই সাংস্কৃতিক জোট গঠন করে প্রকৃত সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘প্রাচ্যসংঘ’র সহ- সভাপতি সাহিদ হোসেন লাল বাবু, প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ আশরাফ হোসেন, প্রাচ্যসংঘ’র সিনিয়র সদস্য এ জে মনিরুল ইসলাম মনু ও ইয়াসিন আলী ছটু।
উল্লেখ্য, পরদিন ২১ ডিসেম্বর একই সময়ে কেক কাটার মধ্য দিয়ে প্রাচ্যসংঘ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।
প্রিন্ট