ফরিদপুরের চরভদ্রাসনে মোটরসাইকেল দুর্ঘটনায় হাসিবুল হাসান ওরফে আশরাফুল (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।
তার পারিবারিক সূত্রে জানা যায়, আহত অবস্থায় তাকে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ফরিদপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। জেলা হাসপাতালে এমআরআই শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাচ্ছিলেন। তবে, পোস্তখোলা ব্রিজের কাছে পৌঁছালে আশরাফুলের মৃত্যু হয়।
আশরাফুল উপজেলার সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামের বাসিন্দা মোশাররফ মন্ডলের ছেলে। তিনি চরভদ্রাসন সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন এবং চার ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।
আরও পড়ুনঃ কুষ্টিয়ার মিরপুরে জাতীয় পার্টির সমাবেশ অনুষ্ঠিত
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আব্দুল গাফফার আশরাফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় হাজীডাঙ্গী মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়।
প্রিন্ট