রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ইকরা কম্পিউটার একাডেমিতে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিদ্যালয় চত্বরে একাডেমির পরিচালক প্রভাষক আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফাইজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন লালপুর ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনুর আলম। এছাড়া, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য সহকারী অধ্যাপক এহসানুল করিম তুহিন, প্রধান শিক্ষক শাহানাজ পারভিন, সহকারী শিক্ষক আদম শফিউল্লাহ, অন্যান্য শিক্ষক, কর্মচারী সহ শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমানী খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে চলতি বছর বৃত্তিপ্রাপ্ত ২০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া ৩৯ জন শিক্ষার্থীকে মেধা পুরস্কার প্রদান করা হয়।
প্রিন্ট