রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে সোয়েটার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে সাবেক বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল আমির আহমেদ মুস্তাফার সহধর্মীনী, জাহানারা এন্ড লতিফর রহমান (জেএলআর) ট্রাস্ট্রের ট্রাস্টি, মিসেস সেলিনা মোস্তফার সহায়তায় সোয়েটার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সিমানুর রহমানের সভাপতিত্বে ১০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর হাতে শীত বস্ত্র রঙিন সোয়েটার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল খাঁ, গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন ডাঃ শরিফুল ইমলাম, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দীন, সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান সরকার, ইসমাইল হোসেন, আসলাম উদ্দীন ও দুলাল উদ্দীন সহ বিভিন্ন সুধীজন।
প্রিন্ট