মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলায় গাজীপুরের টঙ্গীতে বিশ^ ইজতেমা ময়দানে সন্ত্রাসী হামলায় ৪ জন নিহতের ঘটনায় দোষীদের শাস্তি ও সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন উলামায়ে কেরাম। এ সময় তারা সাদপন্থীদের শাস্তি ও কার্যক্রম বন্ধে ব্যবস্থা না নিলে পরবর্তীতে রাজপথে নামার ঘোষণা দেন।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় উলামা কেরাম, তাবলীগী সাথী ও তাওহীদী জনতার আয়োজনে সদরপুর এতিমখানা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে উলামায়ে কেরামের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার নিকট স্মারকলিপি দেন উপজেলা মুফতি বোর্ডের সভাপতি জাকির হুসাইন ফরিদী ও উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী।
উপজেলা উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা মোজাফফর হুসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুফতী মামুনুর রশীদ, মাওলানা রেজাউল করিম, কাজী হাবিব, হাফেজ আব্দুল আলীসহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা বলেন, সাদপন্থী সন্ত্রাসীরা টঙ্গী ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লীদের উপর হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে। তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সাদপন্থীরা আওয়ামীলীগ ও ভারতীয় গোয়েন্দা সংস্থা “র”এর এজেন্ট। আমরা সরকারের কছে সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার দাবি জানাচ্ছি। এসময় বক্তারা সাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে রাজপথে নামার ঘোষণা দেন।
প্রিন্ট