রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে দীর্ঘ ১৭ বছর পর আনন্দঘন পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, লালপুর উপজেলা শাখার আয়োজনে বুধবার (১ জানুয়ারি, ২০২৫) সকালে উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কেক কাটা হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীদেরকে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও সাবেক ছাত্রনেতা তাইফুল ইসলাম টিপুর পোস্টার বহন করতে দেখা যায়। র্যালিটি লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বর হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেয়।
এসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বলেন, ১৯৭৯ সালের ১ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে ছাত্রদল সংগঠন হিসেবে সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে আসছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদল সামনের সারির যোদ্ধা ছিল। ভবিষ্যতেও ছাত্রদল গণতান্ত্রিক আন্দোলন ও প্রাকৃতিক দুর্যোগসহ সাধারণ ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ে সোচ্চার থাকবে ইনশাআল্লাহ।
লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল বলেন, দেশের সংকটময় মুহূর্তে ছাত্রদল নানা ভূমিকা পালন করেছে। লালপুর উপজেলা ছাত্রদল তাইফুল ইসলাম টিপু ভাইয়ের নির্দেশনায় শত জুলুম নির্যাতনকে উপেক্ষা করে রাজপথে ছিল। আগামীতে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য লালপুর উপজেলা ছাত্রদল কাজ করে যাবে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা তিতুমীর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ, মেহেদী হাসান আরিফ, লালপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন মিল্টন, কামরুল ইসলাম, মনিরুজ্জামান সাহেব, শাকিল, জাফর ইকবাল, আবু সালেহ, তৌফিক সাঈদ লিমন, মাইনুদ্দিন মিল্টনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের নেতা কর্মীরা।
এদিকে, লালপুর থানা হলমোড় দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপি’র আহবায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন সমর্থিত উপজেলা ছাত্রদলের ব্যানারে আরো একটি র্যালি বের হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদেরকে প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন, ব্যানার, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের স্ত্রী অধ্যক্ষ কামরুন নাহার শিরিন (অব:) ও ডা. ইয়াসির আরশাদ রাজনের পোস্টার বহন করতে দেখা যায়। র্যালিটি লালপুর উপজেলা ত্রিমোহনী চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
প্রিন্ট