প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপে ১৪৪ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১ জানুয়ারি, উপজেলার ৫ নম্বর হাবিলাসদ্বীপ ইউনিয়নের হাবিলাসদ্বীপ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মোজাহের আহমেদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন হাবিলাসদ্বীপ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মোজাহের আহমেদ ও রাবেয়া বেগমের পুত্র মোঃ আলাউদ্দিন। স্থানীয়রা জানান, মোঃ আলাউদ্দিন একজন চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ চোলাই মদ তার বাড়িতে মজুদ করার খবর পেয়ে, প্রাক্তন ইউপি চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম শফিকের নির্দেশে স্থানীয় জনতা তার বাড়ি ঘেরাও করে।
তল্লাশি চালিয়ে ১৪৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে, আলাউদ্দিনকে আটক রেখে থানায় খবর দেওয়া হলে, কালারপুল পুলিশ ফাঁড়ির একদল পুলিশ এসে জব্দকৃত চোলাই মদসহ আলাউদ্দিনকে আটক করে নিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান বলেন, “আলাউদ্দিনকে গ্রেফতারের ঘটনা সত্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে যে, সে সহ এলাকার আরো কয়েকজন ব্যক্তি এই মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।”
প্রিন্ট