ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন Logo ১৪ই মে কালুরঘাট নতুন সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ডঃ মুহাম্মদ ইউনুস Logo চুয়াডাঙ্গার সদর উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার Logo ফুলবাড়ীতে RUNNER EXPRESS এর স্বপ্ন অটো শোরুম উদ্বোধন Logo তানোরের হাটবাজারে অপরিপক্ব লিচু দাম আকাশছোঁয়া Logo রাজশাহীতে মোবাইল কোর্টে ৩ জন বালাইনাশক ব্যবসায়ীকে জরিমানা Logo সুইসাইড নোটে লেখা ‘আমার মেয়েরা যেন আমার মরামুখ না দেখে’ Logo বোয়ালমারীতে প্রধান শিক্ষককে কিল-ঘুষি ছাত্রদের, অত:পর অবরুদ্ধ সকল শিক্ষক Logo কুষ্টিয়ায় ৪০ দেশি শালিক পাখি উদ্ধার Logo অনিয়ম-দুর্নীতির সত্যতা পেলো দুদকঃ হাতের টানে উঠে যাচ্ছে রাস্তার ঢালাইয়ের পিচ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, ভাইদের হামলায় আহত কৃষকের হাসপাতালে মৃত্যু

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত কৃষক জুমারত আলী মণ্ডল (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৩ ডিসেম্বর হামলার শিকার হয়ে গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ ১জিনুয়ারী বুধবার তাঁর লাশ দাফন করা হয়।

 

নিহত জুমারত আলী মণ্ডল সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়া গ্রামের ছাবদার আলী মণ্ডলের ছেলে। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এই তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, ঘটনার পর নিহতের ছেলে মেহেদী হাসান থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে বর্তমানে দুই আসামি জামিনে রয়েছেন এবং দুজন রয়েছেন কারাগারে। তাঁর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ ডিসেম্বর দুপুরে জুমারত আলী মণ্ডল নিজের জমিতে চাষাবাদ করছিলেন। এ সময় পৈতৃক এই জমি নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাই জিয়ারত আলী, আজব আলী এবং দুই ভাতিজা কাশেম আলী ও হাশেম আলী রড-লাঠি নিয়ে তাঁর ওপর হামলা চালান। তাতে মাথায় আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ফরিদপুরে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন

error: Content is protected !!

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, ভাইদের হামলায় আহত কৃষকের হাসপাতালে মৃত্যু

আপডেট টাইম : ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত কৃষক জুমারত আলী মণ্ডল (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৩ ডিসেম্বর হামলার শিকার হয়ে গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ ১জিনুয়ারী বুধবার তাঁর লাশ দাফন করা হয়।

 

নিহত জুমারত আলী মণ্ডল সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়া গ্রামের ছাবদার আলী মণ্ডলের ছেলে। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এই তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, ঘটনার পর নিহতের ছেলে মেহেদী হাসান থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে বর্তমানে দুই আসামি জামিনে রয়েছেন এবং দুজন রয়েছেন কারাগারে। তাঁর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ ডিসেম্বর দুপুরে জুমারত আলী মণ্ডল নিজের জমিতে চাষাবাদ করছিলেন। এ সময় পৈতৃক এই জমি নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাই জিয়ারত আলী, আজব আলী এবং দুই ভাতিজা কাশেম আলী ও হাশেম আলী রড-লাঠি নিয়ে তাঁর ওপর হামলা চালান। তাতে মাথায় আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


প্রিন্ট