ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে রুগ্ন গরু বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জ খাদ্যবিভাগে জান ও সাকিলা সিন্ডিকেটের দৌরাত্ম্যে Logo শ্যামনগরে জেন্ডার সংবেদনশীল বাজেট বিষয়ে প্রশিক্ষণ Logo চলমান তাপদাহে সতর্কতা Logo পাবনায় চরমপন্থি দলের নেতাকে গুলি করে হত্যা Logo কালুখালীতে অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভুতঃ ৪ কোটি টাকার সম্পদের ক্ষতি Logo মধুখালীতে ছাত্রদলের পক্ষ থেকে তীব্র তাপদাহে শিক্ষার্থী, পথচারী মানুষদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ Logo বোয়ালমারীতে অবৈধ কয়লা কারখানায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা Logo মধুখালীতে বাবাকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেলো মেয়ের, আহত ২ জন Logo সদরপুরে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

তানোরের হাটবাজারে অপরিপক্ব লিচু দাম আকাশছোঁয়া

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরের বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে মধু মাসের রসালো ফল লিচু। গ্রীষ্মের প্রখর গরমে উপজেলার বিভিন্ন হাট-বাজারে এই ফলের দেখা মিলছে। ভালো মুনাফা পাওয়ার আশায় ব্যবসায়ীরা বাজারে নিয়ে এসেছেন দেশীয় জাতের আগাম লিচু। তবে রাজশাহী বা দিনাজপুরের পরিপুষ্ট লিচু এখনো সেভাবে আসতে শুরু করেনি। যে গুলো এসেছে সেগুলো অপরিপক্ক ও আকারে ছোট গুটি লিচু।

.

ব্যবসায়ীরা বলছেন, তীব্র দাবদাহে লিচু ঝরে গেছে। তাই একপ্রকার বাধ্য হয়ে পরিপক্ক হওয়ার আগেই লিচু বিক্রি করে দিচ্ছেন বাগান মালিকেরা। ফলে লিচুর আসল স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে ভোক্তারা। তবে দামও অনেক চড়া উপজেলার গোল্লাপাড়া বাজার, কালীগঞ্জহাট, মুন্ডুমালা হাটসহ বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে এ সব দেশীয় জাতের লিচু আকারে ছোট এসব অপরিপক্ক লিচু। কিছুটা টক হলেও প্রতি একশ লিচু বিক্রি হচ্ছে তিনশ’ থেকে সাড়ে তিনশ’ টাকায়।

.

তবে রাজশাহী ও দিনাজপুরের লিচু না আসায় ক্রেতাদের তেমন একটা ভিড় চোখে পড়ছে না। আর কিছু দিনের মধ্যে বাজারে পরিপুষ্ট লিচু আসলে ভোক্তাদের মন জুড়াবে। তখন চাহিদা ও বিক্রিও বেড়ে যাবে। লিচুর গুণগত মান ধরে রাখার জন্য আরও কয়েকদিন পর লিচু বাজারজাত করার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। অপরিপক্ব লিচু খেলে ভোক্তারা লিচুর পুষ্টিমাণ পাবেন না। লিচুর স্বাদ থেকেও বঞ্চিত হবেন এদিকে চলতি মৌসুমে দেশি লিচু অনাবৃষ্টি ও প্রচণ্ড তাপপ্রবাহে কালচে হয়ে ফেটে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টির কারণে এ বছর প্রতিটি লিচু গাছের প্রায় ৪০ থেকে ৫০ ভাগ গুঁটি ঝরে গেছে। যার ফলে ফলনও কম হয়েছে।

.

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ জানান, সুমিষ্ট ও রসালো লিচুর জন্য ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাষাবাদের জন্য সবচেয়ে উপযোগী। টানা কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। অনাবৃষ্টির কারণে গুটি ঝরে গেছে এবং লিচুর আকার ছোট হয়েছে। তবে আকারে ছোট হলেও প্রখর রোদের কারণে সুমিষ্ট হয়েছে লিচুসহ অন্যান্য ফল। রোদ যত বেশি হবে ততই ফল মিষ্টি হবে। তবে বাজারে অপরিপক্ব লিচু দেখা যাচ্ছে। কয়েক দিন পর থেকে বাজারে ভালো জাতের লিচু পাওয়া যাবে।

.

উপজেলার লিচু ব্যবসায়ী আশরাফ আলী জানান, বাজারে রাজশাহী, পাবনার ও দিনাজপুরের আগাম লিচু আসতে শুরু করবে আর কয়েক দিন পর। বর্তমানে দেশীয় জাতের ১০০পিচ লিচু ৩০০ থেকে ৩৫০টাকায় বিক্রি হচ্ছে। তবে সপ্তাহ খানেকের মধ্যে রাজশাহী, পাবনা ও দিনাজপুরের পরিপুষ্ট রসালো লিচু পাওয়া যাবে।

.

সাধারণত দিনাজপুরের লিচু স্বাদে ও মানে আলাদা। সারা দেশেই এ লিচুর চাহিদা বেশি। বিভিন্ন জাতের লিচুর মধ্যে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না-থ্রি এখানো বাজারে আসেনি। অধিকাংশ ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে চায়না থ্রি। লিচু কিনতে আসা চিমনা গ্রামের বাসিন্দা আনারুল ইসলাম জানান, পছন্দের লিচু এখনও বাজারে আসেনি। ছেলে-মেয়েরা লিচু অনেক পছন্দ করে তাই কিনতে এসেছি। কিন্তু এসে দেখি আকারে ছোট এবং আধাপাকা লিচু। স্বাদ কম দামও বেশ চড়া।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে রুগ্ন গরু বিতরণ

error: Content is protected !!

তানোরের হাটবাজারে অপরিপক্ব লিচু দাম আকাশছোঁয়া

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরের বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে মধু মাসের রসালো ফল লিচু। গ্রীষ্মের প্রখর গরমে উপজেলার বিভিন্ন হাট-বাজারে এই ফলের দেখা মিলছে। ভালো মুনাফা পাওয়ার আশায় ব্যবসায়ীরা বাজারে নিয়ে এসেছেন দেশীয় জাতের আগাম লিচু। তবে রাজশাহী বা দিনাজপুরের পরিপুষ্ট লিচু এখনো সেভাবে আসতে শুরু করেনি। যে গুলো এসেছে সেগুলো অপরিপক্ক ও আকারে ছোট গুটি লিচু।

.

ব্যবসায়ীরা বলছেন, তীব্র দাবদাহে লিচু ঝরে গেছে। তাই একপ্রকার বাধ্য হয়ে পরিপক্ক হওয়ার আগেই লিচু বিক্রি করে দিচ্ছেন বাগান মালিকেরা। ফলে লিচুর আসল স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে ভোক্তারা। তবে দামও অনেক চড়া উপজেলার গোল্লাপাড়া বাজার, কালীগঞ্জহাট, মুন্ডুমালা হাটসহ বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে এ সব দেশীয় জাতের লিচু আকারে ছোট এসব অপরিপক্ক লিচু। কিছুটা টক হলেও প্রতি একশ লিচু বিক্রি হচ্ছে তিনশ’ থেকে সাড়ে তিনশ’ টাকায়।

.

তবে রাজশাহী ও দিনাজপুরের লিচু না আসায় ক্রেতাদের তেমন একটা ভিড় চোখে পড়ছে না। আর কিছু দিনের মধ্যে বাজারে পরিপুষ্ট লিচু আসলে ভোক্তাদের মন জুড়াবে। তখন চাহিদা ও বিক্রিও বেড়ে যাবে। লিচুর গুণগত মান ধরে রাখার জন্য আরও কয়েকদিন পর লিচু বাজারজাত করার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। অপরিপক্ব লিচু খেলে ভোক্তারা লিচুর পুষ্টিমাণ পাবেন না। লিচুর স্বাদ থেকেও বঞ্চিত হবেন এদিকে চলতি মৌসুমে দেশি লিচু অনাবৃষ্টি ও প্রচণ্ড তাপপ্রবাহে কালচে হয়ে ফেটে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টির কারণে এ বছর প্রতিটি লিচু গাছের প্রায় ৪০ থেকে ৫০ ভাগ গুঁটি ঝরে গেছে। যার ফলে ফলনও কম হয়েছে।

.

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ জানান, সুমিষ্ট ও রসালো লিচুর জন্য ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাষাবাদের জন্য সবচেয়ে উপযোগী। টানা কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। অনাবৃষ্টির কারণে গুটি ঝরে গেছে এবং লিচুর আকার ছোট হয়েছে। তবে আকারে ছোট হলেও প্রখর রোদের কারণে সুমিষ্ট হয়েছে লিচুসহ অন্যান্য ফল। রোদ যত বেশি হবে ততই ফল মিষ্টি হবে। তবে বাজারে অপরিপক্ব লিচু দেখা যাচ্ছে। কয়েক দিন পর থেকে বাজারে ভালো জাতের লিচু পাওয়া যাবে।

.

উপজেলার লিচু ব্যবসায়ী আশরাফ আলী জানান, বাজারে রাজশাহী, পাবনার ও দিনাজপুরের আগাম লিচু আসতে শুরু করবে আর কয়েক দিন পর। বর্তমানে দেশীয় জাতের ১০০পিচ লিচু ৩০০ থেকে ৩৫০টাকায় বিক্রি হচ্ছে। তবে সপ্তাহ খানেকের মধ্যে রাজশাহী, পাবনা ও দিনাজপুরের পরিপুষ্ট রসালো লিচু পাওয়া যাবে।

.

সাধারণত দিনাজপুরের লিচু স্বাদে ও মানে আলাদা। সারা দেশেই এ লিচুর চাহিদা বেশি। বিভিন্ন জাতের লিচুর মধ্যে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না-থ্রি এখানো বাজারে আসেনি। অধিকাংশ ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে চায়না থ্রি। লিচু কিনতে আসা চিমনা গ্রামের বাসিন্দা আনারুল ইসলাম জানান, পছন্দের লিচু এখনও বাজারে আসেনি। ছেলে-মেয়েরা লিচু অনেক পছন্দ করে তাই কিনতে এসেছি। কিন্তু এসে দেখি আকারে ছোট এবং আধাপাকা লিচু। স্বাদ কম দামও বেশ চড়া।


প্রিন্ট