মানিক কুমার দাসঃ
ফরিদপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের ৬০ তম জন্মদিন পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা বারোটার দিকে বাজুস কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নন্দকুমার বড়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ বিষ্ণুপদ পাল।
সভায় বক্তারা বাজুসের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন । তারা বলেন বাজুসের স্বচ্ছ নীতিমালার কারণে ব্যবসায়ীরা অনেক ভালো মান সম্মত গহনা বিক্রি করতে পারছেন। পাশাপাশি ক্রেতারাও প্রতারিত হচ্ছেন না। এবং মানসম্মত পণ্য পাচ্ছেন।
যার ফলে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আরো ভালো সম্পর্ক তৈরি হচ্ছে । তারা বাজেুসের আগামী দিনে আরও উত্তরোত্তর সফলতা কামনা করেন। এ সময় বাজুসের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট