ফিরোজ আলমঃ
রাজশাহীর মোহনপুরে মৌগাছি বাজারে ভেজাল অণুসার (দস্তা ও বোরণ) বিক্রয় করার অপরাধে আব্দুর রহমান, আলমগীর হোসেন, আসলাম মোল্লা বালাইনাশকের ৩ দোকানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।
.
সোমবার (১২ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার মৌগাছি বাজারে এ অভিযান পরিচালানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার এম.এ. মান্নান।
.
মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম জানান, স্থানীয় কৃষকরা মানহীন ভেজাল অণুসার (দস্তা ও বরুণ) ক্রয় করে ক্রেতারা বালাইনাশক দোকানিদের দ্বারা প্রতারিত হয়ে আসছে, এই এলাকার বিভিন্ন দোকান থেকে আমরা রাসায়নিক সারের নমুনা সংগ্রহ করে ফলাফল যাচাই করার জন্য গবেষণাগারে পাঠালে পণ্যের ভেজাল গুণগত মান কম থাকায় মৌগাছি বাজারের বালাইনাশক দোকনাদার আব্দুর রহমান কে ১০ হাজার, আলমগীর হোসেন কে ১০ হাজার ও আসলাম মোল্লা কে ১ হাজার টাকা সার ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়। আগামীতেও উপজেলার প্রত্যেক টি বাজারে আমাদের এ অভিযান
অব্যাহত থাকবে বলে জানান উপজেলা কৃষি অফিসার।
প্রিন্ট