ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে ৭৫ বোতল ফেনসিডিলসহ আব্দুস সামাদ (৩৬) নামে একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
১ জানুয়ারি, বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে দৌলতপুর উপজেলার টলটলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তি দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে র্যাবের অভিযানিক দল টলটলিপাড়া এলাকার চঞ্চলের বাড়ির সামনে পাকা রাস্তায় মাদকবিরোধী অভিযান চালায়।
এ সময় র্যাব ৭৫ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করে এবং মাদক ব্যবসায়ী আব্দুস সামাদকে আটক করে।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা বলে র্যাব সূত্র জানিয়েছে। আটক মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট