মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরার পারনান্দুয়ালী এলাকা থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে স্নাইপার টেলিস্কোপ ও ১০০ রাউন্ড পিস্তলের গুলি সহ ৫ যুবককে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে এবং ৫ যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন, মাগুরা পৌরসভা পারনান্দুয়ালী মুন্সীপাড়ার মনজু মোল্যার পুত্র মাফুজ (২১), রবি মিয়ার পুত্র শাকিল (২০), কামাল হোসেনের পুত্র জারিফ (২২), আশিক রহমানের পুত্র তাবিন (২০), এবং আবদুল হালিমের পুত্র বাবুল (২১)।
পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের পারনান্দুয়ালী মুন্সীপাড়া থেকে ১০০ রাউন্ড গুলি ও স্নাইপার টেলিস্কোপসহ আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ রাজশাহীতে অনুদানের নামে ইট ভাটায় চাঁদাবাজি
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ুব আলী বলেন, “তারা কী উদ্দেশ্যে এবং কিভাবে এসব অস্ত্র সংগ্রহ করেছে, তা নিয়ে তদন্ত চলছে। তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।”
প্রিন্ট