রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সকাল পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কয়েক শ ঘর পুড়ে গেছে। হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে যাঁদের ঘর পুড়ে গেছে, তাঁরা রাস্তায় এসে ভিড় করেছেন। তাঁদের মধ্যে রিকশাচালক রফিকুল পোড়া ঘর দেখে কান্নায় ভেঙে পড়েন। রফিকুল বলেন, ‘আমি রিকশা চালিয়ে যা আয় করেছিলাম, সব পুড়ে ছাই হয়ে গেছে।’ রফিকুলের মতো বস্তির আরও অনেকে আগুনে সব হারিয়েছেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিয়াজ আহমেদ আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানিয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা কামরুল হাসান এর আগে জানান, আজ ভোররাত চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া সকালে গণমাধ্যমকে বলেন, ভোররাত ৪টা ৮ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান।
প্রিন্ট