রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে এক শিক্ষার্থীর বাইসাইকেল চুরি করার সময় আনারুল (৩০) নামে এক যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার সকালে উপজেলার গৌরিপুরের একটি প্রাইভেট সেন্টারে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, গৌরিপুরে বেশ কয়েকদিন ধরে সাইকেল চুরির ঘটনা ঘটছে। তাই তারা সাইকেলের প্রতি সজাগ দৃষ্টি রাখছিল। সকালে বাইরে সাইকেল রেখে প্রাইভেট পড়ছিল তারা।
এ সময় উপজেলার বুধপাড়া গ্রামের বাসিন্দা আনারুল এসে বাহিরে রাখা তুষার নামে এক শিক্ষার্থীর সাইকেল নিয়ে পালিয়ে যেতে থাকে। শিক্ষার্থীরা বিষয়টি টের পেয়ে চোরকে ধাওয়া দিয়ে ধরে গণধোলাই দেয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
প্রিন্ট