ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
সামাজিক ও মানবকল্যান মুলক প্রতিষ্টান শিশু তাহমিদ ফাউন্ডেশন কুষ্টিয়ার ভেড়ামারায় শীতার্থদের মাঝে কম্বল বিতরন কার্যক্রম শুরু করেছে। আজ বুধবার সন্ধ্যার পর ভেড়ামারা হাইস্কুল গলির অফিস থেকে এই কম্বল বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়।
কম্বল বিতরন কার্যক্রমের অংশ হিসাবে এ বছর সন্ধ্যার পর রাতের অন্ধকারে শীতার্থ অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধীদের বাড়িতে বাড়িতে গিয়ে কম্বল তুলে দেওয়ার কাজ করছে ফাউন্ডেশনটি। শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান, ল্যাব এইড ডায়গনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল’র সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত কম্বল বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ভেড়ামারা শাখার ম্যানেজার আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, আম্বিয়া মসলেম উদ্দীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মখলেছুর রহমান আরেফিন, দৈনিক সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম, দৈনিক কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ প্রমুখ।
প্রিন্ট