কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি
যশোর সদরের পাগলাদাহ হাফিজিয়া নূরাণী বহুমূখী মাদরাসায় কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘সমাজ জাগরণে গণমত’- সজাগ। সজাগ’র শীতকালীন কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সজাগ’র সভাপতি বিশিষ্ট সাংবাদিক, অধ্যাপক এস এম সোহেল। উপস্থিত ছিলেন সজাগ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক কাজী নূর, নির্বাহী সদস্য মুহাম্মাদ হাবিবুর রহমান।
মাদরাসার পক্ষ থেকে কম্বল গ্রহণ করেন মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ শাহিনুর রহমান, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান। পরে সজাগ নেতৃবৃন্দ মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
জানতে চাইলে সজাগ’র নির্বাহী সদস্য মুহাম্মাদ রহমান বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদী দুঃশাসনে দেশের প্রতিটি মানুষ ছিল ভিক্টিম। অজানা কারণে সজাগ’র প্রতিটি পদক্ষেপেও বাঁধা প্রদান করা হয়েছে, কোন কাজ করতে দেওয়া হয়নি। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে সজাগ পুনরায় দেশের জন্য, মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেয়েছে। সজাগ’র বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
প্রিন্ট