কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় কুষ্টিয়া ত্রিমোহনী বাইপাস মোড়ে অভিযান চালিয়ে এই মাদক জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার মো. এ কে এম আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন তথ্যের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার মো. এ কে এম আলম খানের নেতৃত্বে কুষ্টিয়া ত্রিমোহনী বাইপাস মোড়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
- আরও পড়ুনঃ কুমারখালীতে শিশুর লাশ পড়ে ছিল পাটখেতে
এ সময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ক্রিষ্টাল মেথ (আইস) জব্দ করা হয়। এ ঘটনায় কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
প্রিন্ট