ইসমাইল হােসেন বাবু ,ষ্টাফ রিপাের্টার
কুষ্টিয়া শহর সংলগ্ন পদ্মা নদীর শাখা গড়াই নদে গত কয়েকদিন ধরে কুমিরের দেখা মিলছে। প্রায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমির দেখতে শহরের জুগিয়া ভাটাপাড়া গোরস্থান এলাকার গড়াই নদের পাড়ে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। কম পানিতে কুমিরের দেখা মেলায় বর্তমানে জেলেরা মাছ ধরতে নদে কম নামছেন।
এদিকে, কুমিরদের খাবার দিতে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া শাখার সহ-সভাপতি ও পাখিপ্রেমী শাহাব উদ্দিন গড়াই নদের চরে কুমিরের খাবার হিসেবে ছাগল ও হাঁস-মুরগি ছেড়েছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল পর্যন্ত সেগুলো খেতে কুমির চরে যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রিন্ট