মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ কামরুজ্জামান দাউদের বাড়িতে গত ৩ ডিসেম্বর গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ২টার সময় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে।
ডাকাতরা কাউন্সিলরকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত বেঁধে ফেলে এবং তার স্ত্রী মোসাঃ কাকলি বেগমকে মারধর করে। ঘরে থাকা প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫৫ হাজার টাকা লুট করে তারা পালিয়ে যায়। এ সময় ডাকাত দল কাউন্সিলর পরিবারকে কোনো সাড়া শব্দ করলে জানে মেরে ফেলার হুমকি দেয়।
আরও পড়ুনঃ মাগুরার শালিখাতে ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
এই ঘটনার বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, “৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।” আমরা বিষয়টি অবগত এবং লিখিত অভিযোগ পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
প্রিন্ট