রাজশাহীর তানোরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। জানা গেছে, ৮ মার্চ শুক্রবার “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ “এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহী তানোর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
এদিন সকালে সাড়ে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ হলরুমে (দায়িত্বপ্রাপ্ত)উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) সিফাতের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুল হকের সঞ্চালনায় আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সনিয়া সরদার। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মহিলা বিষয়ক দপ্তর থেকে সুবিধাভোগী নারীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
- আরও পড়ুনঃ সালথায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার
এই দিবসটি মূলত নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর দিনটি পালিত হয় বিশ্বজুড়ে। কোনও কোনও দেশে নারী শ্রমিক দিবস হিসেবেও দিনটি পালিত হয়।