ঢাকা , বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ১২৭ বোতল ফেনসিডিল সহ ১ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগালের নতুন কমিটি গঠন Logo তানোর-গোদাগাড়ীর ১৬৮টি ভোট কেন্দ্রের ১৫৫টি গুরুত্বপুর্ণ Logo রাত পোহালেই কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলায় ভোটঃ কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট যাবে সকালে Logo নাগরপুরে সরকারি বিজ্ঞাপন নিয়ে তেলেসমাতি, বঞ্চিত তালিকাভুক্ত সাংবাদিকরা Logo নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আনসার সদস্যরাঃ -ইউএনও আকাশ কুমার কুন্ডু Logo বোয়ালমারীতে প্রেমিকসহ দুই বন্ধুর নামে ধর্ষণ মামলায় আটক-১ Logo রাত পোহালে খোকসা উপজেলা পরিষদের নির্বাচনঃ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুত সম্পন্ন Logo আলফাডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা সানোয়ার খান মারা গেছেন Logo নগরকান্দায় বজ্রপাতে আহত শিক্ষার্থীরা মাদ্রাসায় ফিরেছে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সরকারি নিয়মকে বুড়ো আঙুল মৎস্যজীবী

মানিকগঞ্জ আরিচা পাটুরিয়া পদ্মায় সমুদ্রে অবৈধভাবে ছোট ইলিশ শিকার পদ্মা উপকূলে, খুব্র্ব মৎস্যজীবীরা ইলিশের হিলসা মরশুম হতে না হতেই পদ্মা সমুদ্র ছেঁচে ছোট ইলিশ ধরার অবৈধ করার শুরু হয়ে গেল পদ্মা সমুদ্র উপকূলবর্তী এলাকায়। বাইশে ফাল্গুন আরিচা পাটুরিয়া মৎস্যবদের এমনই খোকা ইলিশ বোঝাই বহু টলার এসে ভিড়ল। ছোট ইলিশ ভরতি আরো প্রচুর ট্রলার পদ্মা সমুদ্র থেকে ইলিশ বোঝাই হয়ে দক্ষিণ পরগনার বিভিন্ন ঘাটের দিকে ইতিমধ্যেই রওনা বলে সূত্রে জানা যায়। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে একশ্রেণীর লোভী ও অসাধু টলার মালিক ও ব্যবসায়ীর এহেন কাজে খুব্র্ব মৎস্যজীবীদের এক বড় অংশ। নিজেদের ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছেন তারা।
সূত্রে জানা যায়, এ সময়ের মধ্যে পদ্মা নদীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে প্রতি বছরের মত এ বছরেও ছিল সরকারি নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞার সময়সীমা পেরেতেই না পেরেতেই ডায়মন্ড হারবার মৎস্যব থেকে গভীর পদ্মা সমুদ্রে যায় একের পর এক টলার। সরকারি নিয়ম অনুযায়ী ইলিশ ধরার ক্ষেত্রে মৎস্যজীবীদের ৯০ সেন্টিমিটারের কম ফাস যুক্ত জাল ব্যবহার করা ৫০০ গ্রামের কম ওজনের ইলিশ ধরা সম্পূর্ণ বেআইনি।
কিন্তু কে শুনে কার কথা? সেগুলি রাতেই ডায়মন্ড হারবারের আরিচা পাটুরিয়া বাজারে মাছের আরোতে বিক্রিও হয়ে যায় সঙ্গে সঙ্গে এমন ছোট ইলিশ ট্রলার থেকে ইলিশ নামখানা, কোনরকম নজরদারি ছাড়াই ইলিশ মরশুমের শুরুতেই যেভাবে এক শ্রেণীর অসাধু টলার মালিক ও মৎস্যজীবীর অধিক মুনাফা লাভের আশায় ছোট ইলিশ ধরার ব্যবসা ভেদে বসে আছেন। এভাবেই কমে যাচ্ছে ইলিশ মাছের সংখ্যাধিক্য।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ফরিদপুরে ১২৭ বোতল ফেনসিডিল সহ ১ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

error: Content is protected !!

সরকারি নিয়মকে বুড়ো আঙুল মৎস্যজীবী

আপডেট টাইম : ১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
মানিকগঞ্জ আরিচা পাটুরিয়া পদ্মায় সমুদ্রে অবৈধভাবে ছোট ইলিশ শিকার পদ্মা উপকূলে, খুব্র্ব মৎস্যজীবীরা ইলিশের হিলসা মরশুম হতে না হতেই পদ্মা সমুদ্র ছেঁচে ছোট ইলিশ ধরার অবৈধ করার শুরু হয়ে গেল পদ্মা সমুদ্র উপকূলবর্তী এলাকায়। বাইশে ফাল্গুন আরিচা পাটুরিয়া মৎস্যবদের এমনই খোকা ইলিশ বোঝাই বহু টলার এসে ভিড়ল। ছোট ইলিশ ভরতি আরো প্রচুর ট্রলার পদ্মা সমুদ্র থেকে ইলিশ বোঝাই হয়ে দক্ষিণ পরগনার বিভিন্ন ঘাটের দিকে ইতিমধ্যেই রওনা বলে সূত্রে জানা যায়। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে একশ্রেণীর লোভী ও অসাধু টলার মালিক ও ব্যবসায়ীর এহেন কাজে খুব্র্ব মৎস্যজীবীদের এক বড় অংশ। নিজেদের ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছেন তারা।
সূত্রে জানা যায়, এ সময়ের মধ্যে পদ্মা নদীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে প্রতি বছরের মত এ বছরেও ছিল সরকারি নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞার সময়সীমা পেরেতেই না পেরেতেই ডায়মন্ড হারবার মৎস্যব থেকে গভীর পদ্মা সমুদ্রে যায় একের পর এক টলার। সরকারি নিয়ম অনুযায়ী ইলিশ ধরার ক্ষেত্রে মৎস্যজীবীদের ৯০ সেন্টিমিটারের কম ফাস যুক্ত জাল ব্যবহার করা ৫০০ গ্রামের কম ওজনের ইলিশ ধরা সম্পূর্ণ বেআইনি।
কিন্তু কে শুনে কার কথা? সেগুলি রাতেই ডায়মন্ড হারবারের আরিচা পাটুরিয়া বাজারে মাছের আরোতে বিক্রিও হয়ে যায় সঙ্গে সঙ্গে এমন ছোট ইলিশ ট্রলার থেকে ইলিশ নামখানা, কোনরকম নজরদারি ছাড়াই ইলিশ মরশুমের শুরুতেই যেভাবে এক শ্রেণীর অসাধু টলার মালিক ও মৎস্যজীবীর অধিক মুনাফা লাভের আশায় ছোট ইলিশ ধরার ব্যবসা ভেদে বসে আছেন। এভাবেই কমে যাচ্ছে ইলিশ মাছের সংখ্যাধিক্য।