আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ১২:৪০ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২২, ২০২৪, ১০:৫৯ এ.এম
সরকারি নিয়মকে বুড়ো আঙুল মৎস্যজীবী

মানিকগঞ্জ আরিচা পাটুরিয়া পদ্মায় সমুদ্রে অবৈধভাবে ছোট ইলিশ শিকার পদ্মা উপকূলে, খুব্র্ব মৎস্যজীবীরা ইলিশের হিলসা মরশুম হতে না হতেই পদ্মা সমুদ্র ছেঁচে ছোট ইলিশ ধরার অবৈধ করার শুরু হয়ে গেল পদ্মা সমুদ্র উপকূলবর্তী এলাকায়। বাইশে ফাল্গুন আরিচা পাটুরিয়া মৎস্যবদের এমনই খোকা ইলিশ বোঝাই বহু টলার এসে ভিড়ল। ছোট ইলিশ ভরতি আরো প্রচুর ট্রলার পদ্মা সমুদ্র থেকে ইলিশ বোঝাই হয়ে দক্ষিণ পরগনার বিভিন্ন ঘাটের দিকে ইতিমধ্যেই রওনা বলে সূত্রে জানা যায়। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে একশ্রেণীর লোভী ও অসাধু টলার মালিক ও ব্যবসায়ীর এহেন কাজে খুব্র্ব মৎস্যজীবীদের এক বড় অংশ। নিজেদের ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছেন তারা।
সূত্রে জানা যায়, এ সময়ের মধ্যে পদ্মা নদীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে প্রতি বছরের মত এ বছরেও ছিল সরকারি নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞার সময়সীমা পেরেতেই না পেরেতেই ডায়মন্ড হারবার মৎস্যব থেকে গভীর পদ্মা সমুদ্রে যায় একের পর এক টলার। সরকারি নিয়ম অনুযায়ী ইলিশ ধরার ক্ষেত্রে মৎস্যজীবীদের ৯০ সেন্টিমিটারের কম ফাস যুক্ত জাল ব্যবহার করা ৫০০ গ্রামের কম ওজনের ইলিশ ধরা সম্পূর্ণ বেআইনি।
কিন্তু কে শুনে কার কথা? সেগুলি রাতেই ডায়মন্ড হারবারের আরিচা পাটুরিয়া বাজারে মাছের আরোতে বিক্রিও হয়ে যায় সঙ্গে সঙ্গে এমন ছোট ইলিশ ট্রলার থেকে ইলিশ নামখানা, কোনরকম নজরদারি ছাড়াই ইলিশ মরশুমের শুরুতেই যেভাবে এক শ্রেণীর অসাধু টলার মালিক ও মৎস্যজীবীর অধিক মুনাফা লাভের আশায় ছোট ইলিশ ধরার ব্যবসা ভেদে বসে আছেন। এভাবেই কমে যাচ্ছে ইলিশ মাছের সংখ্যাধিক্য।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha