অনুষ্ঠানের শুরুতে অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ সদস্যগণ অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ তাদের পরিচয় প্রদান করার পাশাপাশি কে কোথায় থেকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছেন তার বর্ণনা প্রদান করেন। অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকালীন সময়ে তাদের বিভীষিকাময় সময়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন, যারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রীতে রাজারবাগ পুলিশ লাইনে উপস্থিত থেকে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। তাঁরা ২৫ মার্চের সেই ভয়াল কালরাত্রীর বাস্তব অভিজ্ঞতা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। এরপর অফিসার ইনচার্জের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের হাতে সামান্য উপহার এবং বই তুলে দেয়া হয়।
প্রিন্ট