৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বিকেল ৪ টায় জাতীয় চার নেতার স্বরণে উপজেলা আওয়ামীলীগ রাজনৈতিক দলীয় কার্যালয়ে এর আয়োজন করে।
উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবিরের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে গভীর শোক আর শ্রদ্ধার সাথে স্মরণ করে আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তারা।
তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারের নিরাপদ প্রকোষ্ঠে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। এই দিনটির কথা কোন দিন ভুলবার নয়। কারন তারা ছিলেন প্রকৃত দেশ প্রেমিক। পরে নিহতের আতœার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন ও মজিবুর রহমান, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, বাঘা পৌর সভার সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু ও বঙ্গবন্ধু সৈনিকলীগের বাঘা উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মিলটন।
উপ¯ি’ত ছিলেন, আ’লীগ দলীয় পাঁচ ইউপি চেয়ারম্যানসহ, ইউনিয়ন সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
অপরদিকে সাবেক ছাত্রলীগ ফোরাম বাঘা উপজেলা শাখার উদ্যোগে ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজের সভাপতিত্বে নিহতের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে ।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস সহ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
- আরও পড়ুনঃ বাঘায় জামায়াত-বিএনপি সহ গ্রেপ্তার -১০
এ এছাড়াও উপজেলার খানপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবসর প্রাপ্ত শিক্ষক নূরল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আরজাদ আলী প্রমুখ।
প্রিন্ট