মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ায় ট্রাক ও নছিমনের সংঘর্ষে মনিরুল ইসলাম (৬০) নামে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের এগারোমাইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভগবান নগর গ্রামের মৃত কাউছার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্যালো ইঞ্জন চালিত নছিমনে গরু নিয়ে আলামপুর পশুহাটে আসছিলেন গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম। এসময় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ইবি থানার এগারোমাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে গরু বোঝাই নছিমন রাস্তার পাশে উল্টে পড়ে।
এতে গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হোন। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
সড়ক দূর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, নছিমনে গরু নিয়ে আলামপুর পশু হাটে আসার পথে বিপরীত থেকে আসা ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে রাস্তার পড়ে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট