বাঘায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা জিন্নাত আলী (৫৭) ও ওয়ার্ড বিএনপির সাবেক নেতা সাবদার হোসেন সহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ নভেম্বর) আসর নামাজের আগে উপজেলা চেয়ারম্যানকে বাঘা পৌরসভার আমোদপুর গ্রামের নিজ বাড়ি থেকে মাওলানা জিন্নাত আলী ও শাহী মসজিদ এলাকা থেকে বিএনপি নেতা সাবদার হোসেনকে আটক করা হয়। তাদের দু’জনকে থানা হেফাজতে রাখা হয়েছে।
মাওলানা জিন্নাত আলীকে আটকের পর তার ছেলে ইলিয়াস কবীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আমার ভাতিজার জানাজার নামাজের প্রস্তুতি নেওয়া অবস্থায় আমার পিতাকে আটক করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে একই মামলায় আটক ৫জনকে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। এরা হলেন-সরেরহাট গ্রামরে মৃত আবদুল কুদ্দুস সরকারের ছেলে সাগর আলী সরকার (২৩),কলিগ্রামের মৃত আবু তাহেরের ছেলে মনিরুজ্জামান (৪২), ছারেত মন্ডলের ছেলে মামুন মন্ডল (৩৩), রফিকুল আলীর ছেলে রব্বেল আলী (৩৫), মুর্শিদপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জীবন আলী (২৪) বিস্ফোরক আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়াও ওয়ারেন্টভূক্ত ৩জন আসামী- বাউসা তেথুলিয়া শিকদারপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মকবুল হোসেন (৫৮), মক্কেল আলী (৫৪), মক্কেল শিকদারের ছেলে জাকের আলীকে (৪৮) আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার ওসি খায়রুল ইসলাম।
প্রিন্ট