কুষ্টিয়ার ভেড়ামারা শহরে চার লেন রাস্তা তৈরী করার জন্য বাংলাদেশ রেলওয়ে ১.১৬০০ একর জায়গায় পৌর মেয়র কে লীজ প্রদান করেন। তা বুঝিয়ে দেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ অবৈধ প্রায় ২শ’দোকান ঘর ভেঙ্গে উচ্ছেদ অভিযান চালায়।
আজ সোমবার (০৯ অক্টোবার, ২০২৩) সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পযন্ত বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউনুচ আলীর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলে।
১৯৭০ সালের ২৪ নং অধ্যাদেশের ৫(২)ধারায় দন্ডবিধি ও মাইনর ক্যাষ্টেস এর বিভিন্ন ধারায় বাংলাদেশ রেলওয়ে মালিকানাধীন ভুমি হতে অবৈধ স্থাপনা অপসারনে মোবাইল কোট পরি চালনা করা হয়।
দিনব্যপী এ অভিযানে ভেড়ামারা রেল ষ্টেশনের দুই পাশে রেলের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক দোকান ঘর উচ্ছেদ করে অবৈধ দখলমুক্ত করা হয়।
উল্লেখ্য ভেড়ামারা শহরকে চার লেন রাস্তা করার লক্ষ্যে পৌর মেয়র আনোয়ারুল কবীর টুটুল এই উদ্যোগ কে বাস্তবায়ন করার জন্য রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপেজলার চাঁদগ্রাম ও ভেড়ামরা মৌজায় বাংলাদেশ রেলওয়ে মালিকনাধীন ১,১৬০০ একর ভূমি ভেড়ামারা পৌরসভা স্নারক নং ল্যান্ড/পাকশী/দীর্ঘ মেয়াদী লীজ /ভেড়ামারা পৌরসভা /৮৭(১)২০২৩/৭৮৩ কে লীজ প্রদান করেন। এই জায়গা বুঝে দেওয়ার জন্য আজকের এ অভিযান পরিচালনা করেন।
উচ্ছেদ অভিযান চলাকালে রেলওয়ে কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, জি আরপি পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট