ফরিদপুরের মধুখালীতে আলতু খাঁন জুট মিলের ভোলভো ব্যাটারী শিষা কারখানার চুলায় বিস্ফোরণে অগ্নি দগ্ধ গুরুতর আহত ৩ শ্রমিকের মধ্যে ফারুক নামে একজন শ্রমিক মারা গেছে, আজ সোমবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে তিন টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন বলে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) বিকাল ৩ টায় পরিক্ষিতপুর আলতু খাঁন জুট মিলের শিষা কারখানায় আহত শ্রমিকেরা হলো, শাহাবুদ্দিন(৩৫) গ্রাম বনমালদিয়া, ফারুক (৩৪) গ্রাম মাগুরা, বিপ্লব (৩৪) বোয়ালিয়া, প্রথমে ৩ শ্রমিকের আশষ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গুরুতর অবস্থায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু গুরুতর অবস্থায় থাকা ফারুক নামের এক শ্রমিক আজ সাড়ে তিন টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
প্রিন্ট