আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জে ঝড় বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মিজানুর রহমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার মা সুফিয়া বেগম আহত হয়েছেন। সে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা গুলবাগ ফুলকুড়ি মহল্লার মনোয়ার হোসেন ছেলে।
.
মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শিবতলার পার্শ্ববর্তী আম বাগানে এই ঘটনা ঘটে।
.
সদর থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান বলেন-মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঝড় বৃষ্টির সময় বাগানে আম কুড়াতে যায় মিজানুর রহমান ও তার মা। এ সময় বজ্রপাত ঘটলে মিজানুর ও তার মা আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোসণা করেন। মিজানুরের মাকে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রিন্ট