প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ভ্রাম্যমান আদালত পাহাড় কাটার দায়ে ৩ জনকে কারাদণ্ড প্রদান করেছে । গতকাল ৫ জানুয়ারী উপজেলার হাইদগাও সাত গাউছিয়া এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) প্লাবন কুমার বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালত পাহাড় কাটায় দায়ে ৩ জনকে ১৫ দিনের এই কারাদণ্ড প্রদান করে । এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয় ।
কারাদন্ড প্রাপ্তরা হলেন : আবুল কালাম (৬২) পিতা: মৃত আব্দুল গফুর, মোঃ নুরুল করিম, পিতা : আব্দুল আজিজ, মোহাম্মদ হোসেন, পিতা: মৃত সৈয়দ আলম, সর্ব সাং: হাইদগাও, উপজেলা : পটিয়া ।
এই বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি ) প্লাবন কুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পটিয়া থানা পুলিশ সহ আমরা উক্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি ।
এই সময় পাহাড় কাটারত: অবস্থায় হাতেনাতে তিনজনকে ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বন পরিবেশ সংরক্ষণ আইন ৬ (ম ) ৬ ধারা অনুযায়ী তাদের এ কারাদণ্ড প্রদান করা হয় । ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে ।
প্রিন্ট