হুমায়ুন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয় আজ ০৬ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলা কারাগার মাসিক পরিদর্শন করেন।
চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শনকালে পুলিশ সুপার কারাগারে দায়িত্বরত অফিসার ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। বিভিন্ন মামলায় অভিযুক্ত বন্দীদের কথা মনযোগ দিয়ে শোনেন। এসময় তিনি কারাগারে বন্দীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা; হাজী জিয়াউল, সিভিল সার্জন, চুয়াডাঙ্গা; মোঃ আব্দুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ও জেল সুপার (অতিরিক্ত দায়িত্বে), চুয়াডাঙ্গা।
প্রিন্ট