মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে রোটারি ক্লাব অফ ফরিদপুর । আজ সোমবার (০৬ জানুয়ারি ২০২৫) বিকেলে তাদের নিজস্ব কার্যালয়ে প্রায় দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় ।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট অলোকেশ রায় এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ডাক্তার এম এ জলিল, সাবেক সভাপতি অধ্যাপক মতিউর রহমান, সাবেক সভাপতি এডভোকেট তুষার কুমার দত্ত, সাবেক সভাপতি ডাক্তার এনামুল হক, সাবেক সভাপতি এডভোকেট আলমগীর ভূঁইয়া, রোটারি ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম মনসুর নান্নু, সাবেক সভাপতি রোটারিয়ান নাজমা আক্তার, ক্লাবের সদস্য মেহেদী হাসান চন্দন, রোটারিয়ান আবুল কালাম শেখ ফরিদপুর পৌরসভার সাবেক কমিশনার ডাক্তার সালাহউদ্দিন আহমেদ দিলিপ, ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলাওল হোসেন তনু,
রোটারেকট ক্লাবের সাবেক সভাপতি মাশরুল হাসান, বর্তমান সভাপতি হাবিবুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, কোষাধ্যক্ষ প্রণব কুমার রাজবংশী, উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান কো-অর্ডিনেটর রোটারি ডিস্ট্রিক্ট ৬৪।
এর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন রোটারি ক্লাব অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থাকে। এই প্রচন্ড শীতে তাদের যেন কোন কষ্ট না হয় এজন্যই এ ক্ষুদ্র আয়োজন। এ সময় ২ শতাধিক ব্যক্তিকে শীত বস্ত্র প্রদান করা হয়।
এছাড়া রাতে শহরের বিভিন্ন স্থানে আরো ১০০ জন ভাসমান ব্যক্তি কে ও শীতবস্ত্র প্রদান করা হয় বলে জানা যায়।
প্রিন্ট