গোলাম মোর্তবা শিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন বালিয়াকান্দি গ্রামে অজ্ঞত দূস্কৃতিকারীদের বিষ প্রয়োগে মান্নান মিয়ার ২১ টি হাঁস মৃত্যুর অভিযোগ উঠেছে। এবিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
এবিষয়ে ক্ষতিগ্রস্ত হাঁস মালিক উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন বালিয়াকান্দি গ্রামের মৃত নাদেরউজ্জামান মিয়ার ছেলে আব্দুল মান্নান মিয়া জানান, প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যায় আমমার হাঁসগুলো সন্ধ্যায় ঘরের মধ্যে গেলেও রবিবার সকালে হাঁসহুলো ঘর থেকে বের করতে ঘরের দরজা খুললে হাঁসগুলোকে মৃত দেখতে পাই। আমার ধারনা কে বা বাহারা বিষপ্রয়োগের ফলে হাঁসগুলো মারাগেছে। এতে আমার প্রায় ১২ থেকে ১৩ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ঘটনাটি সদর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর বিশ্বাসবে অবজ্ঞত করা হয়েছে। এবিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
প্রিন্ট