বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন ছাত্রদের অধিকার আদায়ের মেজর জিয়া ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। সেই ছাত্ররাই আজ দেশের ফ্যাসিবাদী সরকারকে বিদায় জানিয়েছে। তিনি ৬ জানুয়ারি সোমবার বিকালে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এ সময় তিনি তারেক রহমানের ৩১ দফা সকলেই ধারণ করার অনুরোধ জানান। তিনি আরো বলেন, জিয়ার পরিবার নিয়ে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করা হয়েছে। তারেক জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। বেগম খালেদা বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আর সেই ষড়যন্ত্রকারীরা আজ দেশ থেকে পালিয়ে গেছে। ফ্যাসিবাদী হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো দেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সজাগ থেকে সেই ষড়যন্ত্রাকে প্রতিহত করতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, গত ৫ আগস্টের পর নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। ১৭ বছর যারা বিএনপির পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন তারাই দলের সুযোগ সুবিধা পাবেন। আর যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে অর্থ লুটপাট করেছেন তারা আবার আওয়ামী ফ্যাসিবাদীদের দলে বেড়ানো চেষ্টা করছেন। আপনারা সাবধান হয়ে যান। তা নাহলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
উপজেলা সদরে অবস্থিত শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম লিখন।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, মাহবুব আলী মিয়া, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবুসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
প্রিন্ট