কুষ্টিয়া থেকে নিখোঁজ এর ১৮ দিন পর চুয়াডাঙ্গা জেলা থেকে সবুজ মন্ডল (৩০) নামের ইজিবাইক চালকের গলিত লাশের হাড্ডি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বিকাল সাড়ে ৫টার সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন ঘোড়ামারা ব্রিজের অদুরে একটি পরিত্যাক্ত জঙ্গলের মধ্যে থেকে ইজিবাইক চালকের বস্তা বন্দী গলিত লাশের হাড্ডি কঙ্কাল উদ্ধার করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ ও মিরপুর থানা পুলিশ। নিহত ইজিবাইক চালক সবুজ কুষ্টিয়া শহরতলীর বাড়াদী এলাকার মুখার্জী সড়ক এলাকার বাচ্চু মন্ডলের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়ার মিরপুর থানার মামলা নাম্বার ১৯, তারিখ,, ১২/০৭/২০২৩ ইং আকরাম খাঁ নামের এক অটোচালক হত্যা মামলার আসামি বারখাদা ত্রিমোহনী নজরুল ইসলাম ছেলে জনি হোসেন (২৮) ও বাড়াদী কানাবিল শফিকুল ইসলাম এর ছেলে তুষার ইসলাম (২১) কে রিমান্ডে নেয় মিরপুর থানা পুলিশ।
মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই সুফল সরকার জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ এর এক পর্যায়ে নিখোঁজ অটোচালক সবুজের অটো ছিনতাই ও হত্যার কথা স্বীকার করে আসামীরা । তাদের দেয়া তথ্য মতে বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদরে লাশ উদ্ধারে অভিযান চালায় কুষ্টিয়া জেলা পুলিশ। দীর্ঘ সময় অভিযানের একপর্যায়ে আসামিদের দেখিয়ে দেওয়া জায়গা থেকে নিহত অটো চালক সবুজের শরীরের বিচ্ছিন্ন হাড় উদ্ধার করে পুলিশ।
প্রিন্ট